Header Ads Widget

খাগড়াছড়িতে দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতির কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

খাগড়াছড়িতে দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতির কাজ পরিদর্শনে জেলা প্রশাসক


আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে জেলা সদরে পূজা মণ্ডপগুলোর প্রস্তুতির কাজ পরিদর্শন করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল।

খাগড়াছড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক। ছবি: সময় সংবাদ

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে তিনি বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মত বিনিময়সহ পূজার সার্বিক প্রস্তুতি সর্ম্পকে  খোঁজখবর নেন।


জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকর্তারা সদরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের দুর্গা পূজা মণ্ডপ, জগন্নাথ বাড়ির পূজা মণ্ডপ, গীতাশ্রম পূজা মণ্ডপসহ বেশ কিছু দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রস্তুতি সভা করে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেয়া করা হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম।

সুসম্প্রীতি বজায় রেখে পূজার সকল আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সকল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করবে বলে পূজা কমিটিকে আশ্বস্ত করেন।

এ সময় বাংলাদেশ পূজা উদ্‌যাপন খাগড়াছড়ির জেলা কমিটির সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য সহ সনাতনী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




Post a Comment

0 Comments