Header Ads Widget

পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন

 পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন






পঞ্চগড় সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে খুনের অভিযোগ উঠেছে রুস্তম আলী (৫০) নামে তারই ছেলের বিরুদ্ধে। ঘাতক ছেলেও মানসিক অসুস্থ বলে জানিয়েছে স্থানীয়রা।


শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার নিজ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


নিহত বৃদ্ধার নাম ছালেহা বেগম (৮৫)। তিনি সেখানকার মৃত হান্নান আলীর স্ত্রী। মানসিক প্রতিবন্ধী এই মা-ছেলে একই বাড়িতে থাকতেন।


স্থানীয়দের বরাতে হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, মা-ছেলে মিলেই তাদের পরিবার। তাদের বাড়িতে অন্য কেউ থাকে না। ওই বাড়িতে এলাকার লোকজনের যাতায়াতও কম। এদিকে গত দুইদিন ধরে বৃদ্ধাকে এলাকায় দেখতে না পেয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল তৈরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের ঘরে গেলে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেন স্থানীয়রা।


পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্তত দুই দিন আগে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি তার ছেলেই তাকে খুন করেছে। তবে খুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


News DBC /// COPY 

Post a Comment

0 Comments