চট্টগ্রামে সংস্কৃতিকর্মীদের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা
চট্টগ্রামে সংস্কৃতিকর্মীদের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলা |
চট্টগ্রামে সংস্কৃতিকর্মীদের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় কর্মসূচি পালনকারীদের অশোভন কথাবার্তা বলা হয় এবং মারধর করা হয়। এছাড়া ঘটনাস্থলে কর্তব্যরত দুই সংবাদকর্মীকে শারীরিকভাবে হেনস্তা এবং লাঞ্ছিত করা হয়। ভাঙচুর করা হয় ক্যামেরাও।
চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীর ব্যানারে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। হামলাকারীরা যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান
0 Comments