পাগলা মসজিদের ৯ দানবাক্সে রেকর্ড ২৮ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের
৯টি লোহার দানবাক্স খোলা হয়েছে। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার তিন মাস ২৭ দিন পর খোলা হলো দানবাক্সগুলো। যেখানে মিলেছে ২৮ বস্তা টাকা। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ৯টি দানবাক্স থেকে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।
শেষ খবর পাওয়া পর্যন্ত, চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিনশ’ জনের একটি দল। যেখানে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদরাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
উল্লেখ্য, পাগলা মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয় এই আশা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এখানে দান করে থাকেন। সবশেষ পাগলা মসজিদের দানবাক্স থেকে ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা
পাওয়া যায়। যা এ যাবতকালের সব রেকর্ডকে ছাড়িয়ে যায়। দিনভর গণনা শেষে রাতে সর্বমোট দানের পরিমাণ জানা যাবে।
|
0 Comments