ভারতীয় এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন:
ভারতীয় এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন: |
"বাংলাদেশকে যদি কোনভাবে আনস্টেবল করা হয়, তাহলে কেউ স্ট্যাবল থাকবে না। মায়ানমার, ভারত, সেভেন সিস্টার কেউই না।
আর বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, তাহলে সবকিছুই স্থিতিশীল থাকবে।"
শেখ মুুজিবের ছবি এবং মুর্তি পাবলিক কেনো নামাচ্ছে, এটা তার মেয়েকে জিজ্ঞেস করেন। উনি কী কী করেছেন, সেটা তিনিই ভালো জানেন।
দেশে যে হানাহানি হচ্ছে, এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়াজনিত। শীঘ্রই থেমে যাবে।
** এই বক্তব্যে বুঝা যাচ্ছে উনি কত বড় মাপের আন্তর্জাতিক খেলোয়াড়। স্যালুট স্যার 🫡
0 Comments