Header Ads Widget

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, নোয়াখালী:

নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুলালপুর গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইমুন (৭) ও ঈশান (৫) সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়,  দুপুরে দুই শিশুর পরিবারের সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিল। ওই সময় তারা বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোনো এক সময় দুই ভাই পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক পর একে একে দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments