‘ডিবি হারুন’ সন্দেহে উত্তরায় যৌথ অভিযান
‘ডিবি হারুন’ সন্দেহে উত্তরায় যৌথ অভিযান |
উত্তরার একটি বাসায় এলাকাবাসী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদকে দেখতে পেয়েছে, এমন সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১০টায় উত্তরা সেক্টর ১০ এর ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির সামনে এ অভিযান চালানো হয়।
এলাকাবাসী জানায়, ‘ডিবি হারুন’ এই ভবনে আছেন বলে গুঞ্জন উঠে। এরপর তারা সেনাবাহিনীকে খবর দেয়। পরক্ষণেই সেনাবাহিনীর একটি টিম বাসাটিতে তল্লাশি চালায়। তার কিছুক্ষণ পর সেখানে পুলিশের একটি টিম আসে। তবে সেনাবাহিনী কিছু না পেয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। সেনাবাহিনী চলে যাওয়ার পরেও বাসাটি ঘেরাও করে রাখে এলাকাবাসী। তাদের ধারণা, ডিবি হারুন বাসার ভেতরে রয়েছে।
এর আগে, গত ৬ আগস্টও হারুন অর রশীদের আটক হওয়ার গুঞ্জন উঠে। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।
0 Comments