Header Ads Widget

বন্যার কবলে ৮ জেলা, আরও বিস্তৃত হতে পারে

 বন্যার কবলে ৮ জেলা, আরও বিস্তৃত হতে পারে


ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে বন্যাকবলিত হয়েছে দেশের আট জেলা। নতুন নতুন আরও জেলা ও অঞ্চলে বন্যা বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।



বন্যায় তলিয়ে গেছে আখাউড়ার ৩০টি গ্রাম

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার (২১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।



তিনি জানান, দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যাকবলিত হয়েছে। ৮ জেলা বন্যাকবলিত, আরও বিস্তৃত হতে পারে।
 
আরও পড়ুন: বন্যাদুর্গতদের সেবায় মহান আল্লাহ যে পুরস্কার দেবেন

টানা বৃষ্টিতে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে জানিয়েছে সচিব বলেন, মঙ্গলবার (২০ আগস্ট) দিনগত রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টির কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে।
 
 
এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর তিন উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার দেড় শতাধিক গ্রাম। বুধবার (২১ আগস্ট) বিপদসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে মূহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি। রাস্তা-ঘাট থেকে ঘরবাড়ি কিছুই রেহাই পায়নি বানের জলে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেলার দুই লক্ষাধিক মানুষ।

Post a Comment

0 Comments