সাভারে সাবেক
এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা |
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিটিয়ে ও গুলি করে শিক্ষার্থী আস-সাবুর হত্যার অভিযোগে ‘ঢাকা-১৯’ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদসহ ১১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে নিহত আস-সাবুরের চাচাতো ভাই সাহিদ হাসান মিঠু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আস-সাবুর (১৬) নওগাঁর মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের নায়েদ জাকিরের ছেলে। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের
জামগড়ার শিমুলতলার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। আস-সাবুর জামগড়া শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। মামলায় আরো আসামী করা হয় আওয়ামী লীগের সাবেক আরেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও তার বাবা সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর ও ইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়াসহ ১১৯ জন। উল্লেখ্য, গত ৫ আগস্ট বেলা ১১ টার দিকে আশুলিয়ার বাইপাইলে ছাত্র আস-সাবুর গুলিবিদ্ধ হয়ে মারা যান। |
0 Comments